BDReviewer24.Com এ আপনি যেকোনো App, Game, Software বা Website এর Review লিখে যেমন অন্যদের সাথে আপনার অভিজ্ঞাত শেয়ার করতে পারবেন সেইসাথে উপার্জন ও করতে পারবেন।
BDReviewer24.Com এ প্রতিটি রিভিউ লিখার জন্য আপনি ১ টাকা থেকে ১০০ টাকা পাবেন।
আপনার লিখা রিভিউ এর মানের উপর ভিত্তি করে রিভিউ প্রকাশের সাথে সাথে এই টাকা আপনার একাউন্ট এ যুক্ত হয়ে যাবে।
Review লেখের জন্য প্রথমেই BDReviewer24.Com এ Login করে নিন, আর আপনি নতুন হলে Registration এ ক্লিক করে একাউন্ট করে ফেলুন।
Login করার পর ADD Review এ ক্লিক করুন।
এখন আপনি যে বিষয়ে Review লিখবেন Review Title এ তা লিখুন।
তারপর আপনি যে App, Game, Software বা Website এর Review লিখবেন সেটির সঠিক ক্যাটাগরি সিলেক্ট করুন।
তারপর Review টি লিখুন।
Review এর লেখার মাঝে মাঝে কোন ছবি ব্যবহার করতে চাইলে Add Media বাটনে কিক করে ছবি যুক্ত করে নিন।
তারপর Thumbnail Image এ আপনার Review বিষয়ক একটি ছবি যুক্ত করে দিন।
এই Review এর Link অন্যান্য Website এ শেয়ার করার মাধ্যমে আপনি উপার্জন ও করতে পারবেন।
আপনার শেয়ার করা Link এ ক্লিক করে যতবার মানুষ Review টি পড়বে, আপনার একাউন্ট এ ততো টাকা যুক্ত হতে থাকবে। প্রতি ক্লিক এর জন্য ০.০১ থেকে ১ টাকা পর্যন্ত যুক্ত হবে) এটি নির্ভর করবে যিনি ক্লিক করে Review পড়ছেন তার ডিভাইস, আইপি, দেশ, এবং তিনি কততম বার ক্লিক করেছেন তার উপর।