FAQ

BDReviewer24.Com কি, কেন, কিভাবে কাজ করে?
BDReviewer24.Com বাংলা ভাষায় উন্মুক্ত রিভিউ ভিত্তিক প্লাটফরম। এখানে আপনি আপনার পছন্দের এপ, সফটওয়্যার, গেইম, ওয়েবসাইট এর রিভিউ লিখতে পারবেন এবং অন্যদের রিভিউ পড়তে পারবেন।
কিভাবে নিবন্ধন করব?
১। সাইটের ডান পাশে উপরে “Registration” বাটন ক্লিক করুন।
২। এরপর আপনার নাম, পাসওয়ার্ড এবং নিজের ইমেইল ঠিকানা দিন এবং “Submit” বাটন ক্লিক করুন।

কিভাবে রিভিউ লিখব?
আপনি খুব সহজেই একটি রিভিউ লিখতে পারেন
১. এর জন্যে “Add Review” বাটন এ ক্লিক করুন।
২. আপনার রিভিউ এর টাইটেল লিখুন
৩. উপযুক্ত বিভাগ নির্বাচন করুন। রিভিউ সম্পর্কিত কোন বিভাগ না পেলে “অন্যান্য” বিভাগ সিলেক্ট করুন।
৪.বিস্তারিত রিভিউ লিখুন এবং Submit করুন।

আমার টাকা কমে যায় কেন?
অসম্পূর্ণ, বাংলিশ, ভুল, রিভিউ মুছে ফেলা হয়। হয়ত এসবের যে কোন একটি আপনি করেছিলেন এজন্য মুছে দেয়ার পর আপনার টাকা কমে গেছে। অথবা আগে থেকেই ছিল এমন রিভিউ করেছিলেন বা মন্তব্য দিয়েছিলেন এজন্য মুছে দেয়ার পর আপনার টাকা কমে গেছে।
আমার রিভিউ এ মন্তব্য করা হয়েছে কিন্তু আমাকে ইমেইলে জানানো হয়নি কেন?
এখান থেকে যে ই-মেইল পাঠানো হয় তা ইনবক্সে অথবা স্পাম বক্সে যাবে। তাই নিয়মিত এই দুইটাই চেক করুন।